যেসব এলাকায় গ্যাস থাকবে না রোববার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২০, ০৪:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: ঢাকার বেশ কিছু এলাকায় রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপ লাইন স্থানান্তরের কারনে গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন এভিনিউ’য়ের উভয়পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোনালীনিউজ/এমএএইচ