ভারতকে ১৮২ রানে আটকালো বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৪, ১০:২৪ পিএম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের নিজেদের পরখ করে নেওয়ার শেষ সুযোগ। সেটাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে।

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অবশ্য ভারতের বিপক্ষে খারাপ করেননি বোলাররা। রোহিত শর্মার দলকে ৫ উইকেটে ১৮২ রানেই আটকে রেখেছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে টাইগারদের করতে হবে ১৮৩।

নিউইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

[224680]

সঞ্জু স্যামসনকে নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানের মাথায় প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ৬ বলে ১ করে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্যামসন।

রোহিতও চড়ে বসতে পারেননি। মাহমুদউল্লাহর শিকার হওয়ার আগে ১৯ বলে করেন ২৩। তবে মাঝে রিশাভ পান্ত আর সূর্যকুমার কুমার এবং শেষদিকে হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।

পান্ত ৩২ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান। সূর্যকুমার করেন ১৮ বলে ৩১। শেষদিকে হার্দিক ২৩ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলেন ৪০ রানের হার না মানা ইনিংস।

এআর