ঢাকা: বিশ্বকাপে গত তিন ম্যাচের একটিতেও উইকেট পাননি তিনি। তবে কিপটে বোলিং করেছেন। তবে মেহেদি হাসান মিরাজ মনে করেন, উইকেট নয়, দল জিতলেই তিনি বেশি খুশি হন। বুধবার সংবাদমাধ্যমকে এই স্পিনিং অলরাউন্ডার বলেছেন,‘ যখন বোলিংয়ে আসছি, বলা হচ্ছে বা চিন্তা করছি রান সেভ করলে অন্য প্রান্তে উইকেট বের করার সুযোগ আসে। দেখবেন বোলিংয়ে এলে চেষ্টা করি টাইট বোলিং করে চাপ দিতে। এতে করে অন্য প্রান্তে ঠিকই উইকেট চলে আসে। এটাই চেষ্টা করছি। হয়তো আমি উইকেট পাচ্ছি না, তবে দল জিতছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।’
ওয়ানডেতে সবশেষ ৪ উইকেট পেয়েছিলেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে আঁটসাটো বোলিংয়ে অন্য সবার চেয়ে এগিয়ে মিরাজ। বিশ্বকাপে এ পর্যন্ত ৬ ম্যাচে ইকোনমি রেট ৫.৪৫।
২ জুলাই বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে ম্যাচটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মিরাজ মনে করেন, ভারতের বিপক্ষে মাঝের ওভারগুলোয় স্পিনারদের কৃপণ বল করে ভূমিকা রাখতে হবে, ‘স্পিনারদের চ্যালেঞ্জ সব সময়ই থাকবে। ভারতের বিপক্ষে জিতলে বড় পাওয়া হবে, পরের ধাপ সহজ হয়ে যাবে। স্পিনারদের কৃপণ বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মাঝের ওভারগুলোয় ভালো করতে হবে।’
৬ ম্যাচে এখনো অবধি মিরাজ পেয়েছে ৫ উইকেট। স্পিন বিভাগে মিরাজের অভিভাবক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তাঁর কাছ থেকে তিনি নানা পরামর্শ পেয়ে থাকেন। মিরাজ বলছেন, ‘সাকিব ভাই সব কন্ডিশনেই ভালো করেন। তিনি এটা বছরের পর বছর প্রমাণ করেছেন। তিনি যে একজন কিংবদন্তি, সেটি প্রমাণ করেছেন। এ বিশ্বকাপেই তো দেখতে পাচ্ছি। অবশ্যই ভালো লাগছে তাঁর সঙ্গে খেলছি, ড্রেসিংরুম শেয়ার করছি। আমাকে অনেক সাহায্য করেন। কোন উইকেটে কেমন বোলিং করব, না করব, এটা আমার অনেক বড় পাওয়া যে সাকিব ভাইয়ের সঙ্গে খেলছি।’
বিশ্বকাপে বাংলাদেশ দল যে ভালো খেলছে সেটাও মনে করিয়ে দিলেন মিরাজ। সেমিতে যেতেই হবে না ভেবে এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। তাহলেই ভালো আসবে বলে বিশ্বাস মিরাজের, ‘আমরা খুব ভালো খেলছি। বড় চারটা দল আমাদের নিচে আছে। সবাই ভালো খেলছি বলেই পাঁচে আছি। আগের ম্যাচ যেভাবে খেলেছি, যে তিনটা ম্যাচ যেভাবে জিতেছি, খেলার প্রক্রিয়া ঠিক থাকলে সামনেও ভালো করব। সেমিফাইনালে যেতেই হবে, এটা না ভেবে ধারাটা ঠিক রেখে খেললে আশা করি ভালো কিছুই হবে।’
সোনালীনিউজ/আরআইবি/আকন