ঢাকা: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল তো শেষ। এবারের ব্যালন ডি’অর কে জিততে পারেন, সেটা নিয়েই চলছে আলোচনা। সাদিও মানে, মোহাম্মদ সালাহ নাকি করিম বেনজেমা কার হাতে উঠছে শ্রেষ্ঠত্বের পুরস্কার সেটা এক প্রকার নিশ্চিতও বলা যায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডও নিশ্চিত এবার বেনজেমাই পাচ্ছেন ব্যালন ডি’অর। এ নিয়ে আর কোনো তর্কই করা চলে না বলে মত দিয়েছেন ফার্ডিনান্ড, ‘ব্যালন ডি’অর নিয়ে তর্কাতর্কি করার দিন শেষ। এবারের ব্যালন ডি’অর বেনজেমা না জিতলে কেলেঙ্কারি হবে।’
বিটি স্পোর্টসের অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে ফার্ডিনান্ডই নন, হাজির ছিলেন লিভারপুলের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডও। খেলার মাঠে ক্লাব-বৈরিতার কারণে দুজন আজীবন দুই মেরুতে থাকলেও, বেনজেমার প্রশ্নে ফার্ডিনান্ডকে সমর্থন দিয়েছেন জেরার্ড, ‘বাচ্চারা যখন ঘরে বসে খেলা দেখে, ওরা স্ট্রাইকারদের অনুসরণ করার চেষ্টা করে, ওর গোলের জন্য অপেক্ষা করে। তবে আপনি যদি শুধু গোল ছাড়াও বিশ্বমানের অলরাউন্ডার স্ট্রাইকার হিসেবে কারওর নাম বলতে চান, বেনজেমার নাম আসবেই। এবারের ব্যালন ডি’অর ওরই প্রাপ্য।’
৩৪ বছর বয়সী ফরোয়ার্ড বেনজেমা এবারই ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন। ২৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করার পথে পিএসজি ও চেলসির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে দুই হ্যাটট্রিক করেছেন।
সোনালীনিউজ/এআর