ইডেনে সাকিব-মোস্তাফিজ লড়াই?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৭, ০৯:২৩ এএম

ঢাকা: ইডেন গার্ডেনে বাংলাদেশের দর্শকরা অন্যরকম এক লড়াই দেখতে যাচ্ছে। শনিবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সাকিব আল হাসান ও সানরাইজার্স হায়দরাবাদ যদি মোস্তাফিজুর রহমানকে খেলায় সেক্ষেত্রে দুই বাংলাদেশ সতীর্থের দারুন লড়াই হবে। মোস্তাফিজের শক্তি-দূর্বলতা ভালোভাবেই জানা সাকিবের। একইভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের শক্তি-দূর্বলতা জানেন মোস্তাফিজও।

ঘরের মাঠে পরপর দুই ম্যাচ জেতার পর অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদকে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই ধাক্কা কাটিয়ে আপাতত কেকেআরকে নিশানা বানিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ‘ইডেনের উইকেট দেখেছি। বল আরও দ্রুত ব্যাটে আসছে। আমরা ঘরের মাঠে দুটি জয়ের পর মুম্বাইয়ের কাছে হারের ধাক্কার পর আবার ছন্দে ফিরতে চাই। তার জন্য শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ভারসাম্য রাখতে হবে।’

ফর্মে থাকা গৌতম গম্ভীর, মণিশ পান্ডেদের বিরুদ্ধে ওয়ার্নারের বড় ভরসার নাম হতে পারেন বাংলাদেশের পেস বিস্ময় মোস্তাফিজুর। যদিও মুম্বাই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। নাইটদের বিরুদ্ধে ম্যাচে থাকলে মোস্তাফিজ সেরাটাই উজার করে দিতে চান।

তিনি বলেন, ‘এখনও জানি না আমি দলে থাকব কি না। দলে থাকলে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। সবসময় সেই চেষ্টাই থাকে।’

ইডেনের পিচের চরিত্র বদলে গেছে। স্পিনারদের চেয়ে এখানে পেসাররাই বেশি সুবিধা পেতে পারেন। বৃহস্পতিবার এই মাঠেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর পেসার উমেশ যাদব চার উইকেট তুলে নিয়েছেন। মোস্তাফিজও তার বিখ্যাত কাটারে আগুন ঝরাতে পারেন, ‘কাটার অনেকটা পিচের ওপর নির্ভর করে। যদি উইকেট শুকনো থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। শনিবার ম্যাচটা দিনে (বিকেল ৪.৩০ থেকে)। আশা করছি, এই ম্যাচে কাটারটা ঠিকঠাক দেওয়া যাবে।’

মুম্বাই ম্যাচে একটিও উইকেট পাননি মোস্তাফিজ। তার দলও হেরে যায়। কোথায় সমস্যা ছিল এমন প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘যে জায়গায় বলটা ফেলতে চাইছিলাম সেটা হচ্ছিল না। পারছিলাম না। তবে আমাদের দলের বোলিং ইউনিট ভালো। তাই পিচ থেকে বোলাররা সাহায্য পেলে আমাদের পক্ষেই ভালো। আমার ক্ষেত্রে অবশ্য উইকেটে বল পড়ে ঘুরলে সুবিধা হয়।’

সাকিব আছেন প্রতিপক্ষ দলে। অধিনায়ক গম্ভীরও রয়েছেন দারুন ফর্মে। তবে মাঠে নেমে কারও জন্য আলাদা পরিকল্পনা নেই মোস্তাফিজের, ‘আমার কাছে সব ব্যাটসম্যানই সমান।’


সোনালীনিউজ/ঢাকা/আকন