চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই নাসির, ফিরেছেন শফিউল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ১২:৪০ পিএম

ঢাকা : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ফিরেছেন নাসির হোসেন। তবে জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি এই দুই টুর্নামেন্টের দলেই ফিরেছেন পেসার শফিউল ইসলাম। দুটি থেকেই বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে মিরপুর শেরে বাংলানগর জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন। মিনহাজুল আবেদীন নান্না জানান, আইসিসি ২৫ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। এরই মধ্যে আমাদের দল ঘোষণা করতে হল। বাংলাদেশের আগে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সবশেষ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ছিল ১৭ সদস্যের। সেই দল থেকে আয়ারল্যান্ড সফরের দলে বাদ পড়েছেন কেবল শুভাগতই। নাসিরের সঙ্গে ফিরেছেন শফিউল।

নাসির ও শফিউল, দুজনই সবশেষ ওয়ানডে খেলেছেন গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর শফিউলের বাইরে থাকার মূল কারণ ছিল চোট। টানা নিজেকে ফিট রাখতে না পারায় তাকে নিয়ে অসন্তুষ্ট ছিল নির্বাচক কমিটি। এবার এই পেসার পেয়েছেন নির্বাচকদের আস্থা।

প্রধান নির্বাচক বললেন, নাসিরকে আয়ারল্যান্ড সফরের দলে রাখা তাকে চূড়ান্তভাবে ফেরানোরই প্রক্রিয়া। একই পজিশনে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল জায়গা পাননি নাসির। তবে আয়ারল্যান্ডে ভালো করলে বিবেচনা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিরর পরের সিরিজগুলোয়।

১৫ সদস্য ছাড়াও দলে চারজন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সেখানেই জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। স্ট্যান্ডবাই বাকি তিনজন হলেন- নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলঙ্কা সফর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শুভাগতর পাশাপাশি জায়গা পাননি নুরুল হাসান ও শুভাশীষ রায়।

গত বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের সব স্কোয়াডে মুশফিকুর রহীমের সঙ্গে বাড়তি উইকেটকিপার রাখা হয়েছে একজন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিপার মুশফিক একাই। প্রধান নির্বাচক জানালেন, মূল স্কোয়াডের অংশ না হলেও বাড়তি সদস্য হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দলের সঙ্গে থাকবেন উইকেটকিপার নুরুল। মুশফিকের চোট বা অন্য কোনো জরুরি প্রয়োজন হলে পাওয়া যাবে হাতের কাছেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই : নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়, মোহাম্মদ সাইফ উদ্দিন।

সোনালীনিউজ/এমটিআই