ঢাকা: বাংলাদেশ অস্ট্রেলিয়া বধের চিন্তা করছে স্পিনারদের দিয়ে। যেখানে মূল অস্ত্র সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। আবার এটাও ভুলে গেলে চলবে না অস্ট্রেলিয়ারও একজন নাথান লায়ন আছেন। এ বছরের শুরুতে ভারত সফরে দুর্দান্ত বোলিং করেছেন এই অসি স্পিনার। ২৫.২৬ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। উপমহাদেশে সবমিলিয়ে ১৩ ম্যাচে তার উইকেট ৫৮। তামিম ইকবাল সেটি মনে করিয়ে সতীর্থদের আগাম সতর্কবার্তাই দিলেন।
তার মতে, বাংলাদেশের বড় হুমকি এই লায়নই, ‘অবশ্যই আমাদের মাঠে বল স্পিন করবে। ওদের সঙ্গে উঁচু মানের স্পিনার আছে-নাথান লায়ন। তাই আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে।’ এর পর তামিম যোগ করেছেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেট বানাব আর জিতে যাব- ব্যাপারটি এমন নয়। স্পিনিং উইকেটে ওদের যেমন রান করা কঠিন হবে, আমাদের জন্যও। পাঁচ দিনই যারা সব ঠিকঠাক করবে তারাই জিতবে।’
তামিম, সৌম্য, ইমরুলসহ একাদশে সবমিলিয়ে থাকতে পারে ছয়জন বাঁ-হাতী ব্যাটসম্যান। তামিম মনে করেন, লায়ন ডান হাতি ব্যাটসম্যানদেরও পরীক্ষায় ফেলতে পারেন,‘লায়ন খুব ভালো একজন বোলার। বাঁহাতি বলেন, ডানহাতি বলেন সব ব্যাটসম্যানেরই তাকে খুব ভালোভাবে সামলাতে হবে। যদি উইকেট বল স্পিন করে তাহলে ও-ই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। সেই কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই