ঢাকা: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে তো বটেই গোটা ক্রিকেট দুনিয়াতেই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক বিয়ে করেছেন তাঁর সতীর্থকে। এ খবর ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট দুনিয়াতেই।
এই দুই নারী গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, ছকভাঙা হলেও নিজেদের ভালবাসার প্রতি তাঁরা বিশ্বস্ত। আর তাই সতীর্থকেই জীবনসঙ্গী করলেন দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক দানে ভান নিয়াকার্ক। সতীর্থ মারিজানে কাপকেই বিয়ে করলেন তিনি।
একজন বোলার। অন্যজন মূলত ব্যাটসম্যান। তবে ২২ গজের পিচে নয়, জীবনের পিচেই এবার জুটি বাঁধলেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের কথা ঘোষণা করেছেন দু’জন। দেখা যাচ্ছে সতীর্থরা এই জুটিকে বেশ ভালোভাবেই মেনে নিয়েছেন। প্রায় সকলেই এসেছেন বিয়ের অনুষ্ঠানে।
এর আগে নিউজিল্যান্ডে এরকম বিয়ে হয়েছিল। তারপর আবার দুই প্রোটিয়ান ক্রিকেটার ফের সেই নমুনা দেখালেন। ২০০৯ বিশ্বকাপের সময়ই কাছাকাছি ব্যবধানে দু’জনই জাতীয় দলে যোগ দেন। সেই সময় থেকেই তাঁদের সখ্যতা। একই সঙ্গে দলে যোগ দেওয়া সতীর্থদের মধ্যে যে গভীর বন্ধুতা থাকে তাই ক্রমে প্রেমে পরিণত হয়। যা আজ পরিণয়ের বাঁধন হিসেবে ধরা দিল। গোটা বিশ্বেই এ প্রায় অন্যরকম একটা নজির। তবে তাঁরা যেমন তাঁদের ভালোবাসার প্রতি একনিষ্ঠ থেকেছেন, তেমন তাঁদের সতীর্থরাও এ ভালোবাসাকে সম্মান জানিয়েছেন।
নিয়াকার্ক প্রায় ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১২৫টি উইকেট নিয়ে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী তিনিই। অন্যদিকে ১৭০০-এর বেশি রানও আছে তাঁর ঝুলিতে। কাপ খেলেছেন প্রায় ৯৩টি ওয়ানডে ম্যাচ। ১৬০০-এর বেশি রান আছে তাঁর ঝুলিতে। দু’জনেই একটি করে টেস্ট খেলেছেন ভারতের বিরুদ্ধে। তবে ক্যারিয়ারের সঙ্গে জীবনের জুটি বেঁধে তাঁরা সাফল্য পাবেন, সবাই এমনটাই প্রত্যাশা করছেন।
সোনালীনিউজ/আরআইবি/জেডআই