সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ২ জন আহত

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৯:৫৯ পিএম
ফাইল ছবি:

ঢাকা: রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করার সময় একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চের দড়ি ছিঁড়ে এক যাত্রী ও লঞ্চের এক কেরানী আহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল পৌনে আটটার দিকে সদরঘাট টার্মিনালের ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এমভি আল সাফিন-সাত্তার খান লঞ্চের কেরানী সুমন মিয়া (৪২) ও লঞ্চের যাত্রী সুমন খান (৩৫)। কেরানী মাথায় ও যাত্রী বুকে গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা করান।

এর আগে গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন বিকালে সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।

[225681]

নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার আবু মোহাম্মদ দেলোয়ার হাসান বলেন, লঞ্চের রশি ছিঁড়ে আহত হওয়ার ব্যাপারে তারা কোনো অভিযোগ পাননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

টার্মিনালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

আইএ