ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একমাসের ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সকাল সোয়া ৯টার দিকে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একমাসের ছুটিতে যাওয়ার পর আইন মন্ত্রণালয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আব্দুল ওয়াহহাব মিঞায় নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
সে অনুযায়ী মঙ্গলবার সকালে আপিল বিভাগে মামলা পরিচালনায় বসেন মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বধীন আপিল বেঞ্চ। সকাল ৯ টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে।
সোনালীনিউজ/ঢাকা/এআই