• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৫, ২০২১, ০৫:৩৪ পিএম
আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২

ঢাকা: আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

স্থানীয় গণস্বাস্থ্যবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

দেশটির কান্দাহার শহরের ইমান বারগাহ শিয়া মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার জুমার নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। 

বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ ভেঙে গেছে। বিস্ফোরণে হতাহত অনেককে মসজিদের মেঝেতে শুয়ে কাতরাতে দেখা গেছে। অনেকেই তাদের সাহায্যে এগিয়ে আসেন।

বিবিসির তথ্যমতে, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা। আহত ব্যক্তিদের স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের একজন চিকিৎসক।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের একটি শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহত হয়। পরে আইএস-কে এ হামলার দায় স্বীকার করে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়ার পর সেটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!