• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৪২ এএম
আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস—এটি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাচ্ছেন বলেও সভায় উল্লেখ করেন।

দেশে ফেরার দিন বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি—সেদিন কেউ যেন এয়ারপোর্টে না যান। এতে অনাকাঙ্ক্ষিত হট্টগোল তৈরি হতে পারে, যা বাংলাদেশের ভাবমূর্তি এবং দলের সুনাম ক্ষুণ্ন করবে।”

তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ সম্মান করবেন, তাদের তিনি দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া মানুষ হিসেবে বিবেচনা করবেন। আর নিষেধ থাকা সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের উদ্দেশ্য ব্যক্তিগত বলেই মনে করবেন বলে মন্তব্য করেন তিনি।

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ১৯৮১, ১৯৯৬সহ বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের তৎপরতা এখনো বন্ধ হয়নি। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

স্বৈরাচারী সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণকে স্বপ্ন দেখিয়ে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি স্বপ্ন দেখানোর রাজনীতিতে বিশ্বাস করে না, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বাসী।

নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে সময় সহজ হবে না। ঐক্য ধরে রাখতে পারলে বিএনপি তার রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দুমাস পর একটি বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশের সামনে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা বিএনপির কর্তব্য।

তিনি আরও বলেন, “আমি কোনো কল্পনার জগতে নেই, আমি পরিকল্পনার ভেতর আছি।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ সংকট থেকে উদ্ধার হয়েছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারবে।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা।

এম

Wordbridge School
Link copied!