• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যর্থ সিঙ্গাপুরের চিকিৎসকরা, যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:১৭ এএম
ব্যর্থ সিঙ্গাপুরের চিকিৎসকরা, যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় তাকে যুক্তরাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ওসমান হাদিকে ইউকে নেওয়ার চেষ্টা চলছে এবং এ জন্য সবার দোয়া কামনা করেন।

তার সেই বক্তব্য উদ্ধৃত করে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু নিজের ফেসবুক পোস্টে লেখেন, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, তা সিঙ্গাপুরে যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, যদি সম্ভব হয় হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া গেলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা চেষ্টা করা যেতে পারে।

এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের সহযোগিতা কামনা করে মঞ্জু বলেন, কেউ যদি সহায়তা করতে আগ্রহী হন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠানো যাবে। এ জন্য আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এম

Wordbridge School
Link copied!