• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যিনি যোগ্য, তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত : শাকিল খান


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৯ এএম
যিনি যোগ্য, তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত : শাকিল খান

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের বর্তমান বাস্তবতা এবং মেগাস্টার শাকিব খানকে ঘিরে নানা আলোচনার বিষয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেছেন। তার কথায় উঠে এসেছে চলচ্চিত্র শিল্পের গৌরবময় অতীত, বর্তমানের সীমাবদ্ধতা এবং শাকিব খানের দীর্ঘ সংগ্রামী ক্যারিয়ারের গল্প।

শাকিল খান বলেন, শাকিব খান এ দেশেরই একজন শিল্পী এবং তার সাফল্যকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। তিনি বলেন, “আজ আমি আছি, কাল থাকব না—এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। আমাদের কিংবদন্তি নায়ক রাজ্জাক সাহেব কিংবা ফারুক ভাই নেই, কিন্তু বাংলা চলচ্চিত্র থেমে থাকেনি। তারা সবাই ইন্ডাস্ট্রির গর্ব ছিলেন।”

চলচ্চিত্র শিল্পের পরিসর কমে যাওয়ার প্রসঙ্গে শাকিল খান বলেন, বর্তমানে ইন্ডাস্ট্রি আগের তুলনায় ছোট হয়ে এলেও এটি কাঙ্ক্ষিত ছিল না। তার মতে, একটি শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার দর্শককে এক সুতোয় বাঁধাই হওয়া উচিত ছিল। কিন্তু অনেক সময় চলচ্চিত্রকর্মীরাই নিজেদের ভুল সিদ্ধান্তে এই সংকটকে আরও গভীর করে তুলছেন।

নিজের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেতা। তিনি বলেন, “আমি কখনোই বলিনি যে দুই-একটা পুরস্কার পেলেই কেউ সুপারস্টার হয়ে যায়। অথচ সেই কথাগুলো ঘুরিয়ে শাকিব খানের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। আমি বরাবরই বলি—যিনি যোগ্য, তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত।”

শাকিব খানের ভূয়সী প্রশংসা করে শাকিল খান আরও বলেন, বর্তমান সময়ে শাকিব খান যে জায়গায় পৌঁছেছেন, তা তার কঠোর পরিশ্রমের ফল। “একজন মানুষ কতটা সংগ্রাম করলে এই অবস্থানে আসতে পারে, আমি তা কাছ থেকে দেখেছি। নিজের মেধা আর নিরলস পরিশ্রম দিয়েই শাকিব খান আজ এই অবস্থান তৈরি করেছে,”—বলেন তিনি।

এম

Wordbridge School
Link copied!