• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আশকোনায় সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৬, ১০:৩৬ এএম
আশকোনায় সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ

রাজধানীর উত্তরা আশকোনা হাজিক্যাম্প এলাকার একটি ভবনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং সোয়াত টিমের অভিযানের মুখে সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন, মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

সিটিটিস এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এছাড়া ওই বাড়ির মধ্যে আরও ২-৩ জন জঙ্গি থাকতে পারে।

শনিবার ভোর রাত থেকে এ ভবনে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

তিনি জানিয়েছেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হয়। প্রথমে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সোয়াত টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে ওই দুই নারী শিশুসহ আত্মসমপর্ণ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!