• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনে ‘দঙ্গল’-এর আয় দেড়শো কোটি!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৮, ২০১৬, ০১:১৯ পিএম
পাঁচ দিনে ‘দঙ্গল’-এর আয় দেড়শো কোটি!

ঢাকা: মুক্তির প্রথম পাঁচ দিনেই দেড়শো কোটি রুপি আয় ছাড়িয়ে গেল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের আলোচিত ছবি ‘দঙ্গল’। এর দুইদিন আগে মাত্র তিন দিনে শত কোটি রুপি আয় করে বলিউডের ইতিহাসে বাণিজ্যসফল ছবি হিসেবে চিরকালের জন্য জায়গা করে নিল ছবিটি। 

মুক্তির তিন দিনে একশো কোটি রুপি আয় করার পর এবার পাঁচ দিনেই শুধু ভারতীয় সিনেপ্লেক্সেই ছবিটি আয় করে ১৫৫ কোটি রুপি। আর এর মধ্যদিয়ে বছরের সেরাতো বটেই, বরং বলিউডের সর্বকালের বাণিজ্যসফল ছবি হওয়ার পথে দ্বার উম্মোচন করলো ‘দঙ্গল’।

২০১৪ সালে রাজ কুমার হিরানির আলোচিত ছবি ‘পিকে’তে অভিনয়ের প্রায় তিন বছর পর প্রেক্ষাগৃহে এল আমিরের নতুন ছবি ‘দঙ্গল’। আর এরজন্য ভীষণ উত্তেজনায় ছিলেন আমির খান নিজেই। কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর ছবি ‘দঙ্গল’ নিয়ে যেনো সেই উত্তেজনার সুফল ভোগ করতে চলেছেন তিনি। কারণ মুক্তির চার দিনেই ছবিটির মোট খরচেরও বেশী উঠে আসে! 

বলিউডমুভিরিভিউজ.কম-এর মতে মুক্তির পাঁচ দিনে আমির খানের ‘দঙ্গল’ ছবিটি আয় করেছে ১৫৫ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি ত্রিশ কোটি রুপি আয় করার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে ছবিটি বক্স অফিসে আয় করে যথাক্রমে ৩৫ কোটি রুপি, ৪৩ কোটি রুপি, ২৭ কোটি রুপি এবং ২৩ কোটি রুপি।

‘দঙ্গল’-এর প্রদর্শনী:
ভারতজুড়ে মোট ৪৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির খানের ছবি ‘দঙ্গল’

‘দঙ্গল’-এর বাজেট:
ছবির মোট বাজেট ১২৫ কোটি রুপি। এই ছবির জন্য আমির খান নিয়েছেন ৫০ কোটি রুপি। 
প্রোডাকশন ব্যয় ১০০ কোটি রুপি(আমিরের ৫০কোটি পারিশ্রমিকসহ), প্রিন্ট ও বিজ্ঞাপনে খরচ হয় ২৫ কোটি রুপি। 

নীতেশ তেওয়ারির পরিচালনায় মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করে এরইমধ্যে ভীষণ আলোচনার জন্ম দিয়েছেন আমির। কারণ এ চরিত্রে অভিনয় করতে যেয়ে আমির তরুণ ও বৃদ্ধ দুটো বয়সেই অভিনয় করেন। এরজন্য তাকে ২৫ কেজি ওজন বাড়াতে ও কমাতে হয়েছিল। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!