• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মালিবাগে রেলযোগাযোগ বন্ধ, পথচারী নিহত


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০১৭, ০৩:৪৮ এএম
মালিবাগে রেলযোগাযোগ বন্ধ, পথচারী নিহত

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মৌচাক-মগবাজার নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ রেললাইনের ওপর ভেঙে পড়ার পর বন্ধ হয়ে গেছে রেলযোগাযোগ। পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। তাদের উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে।

রোববার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ২টার দিকে মালিবাগ রেলগেটের ওপরে ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গভীর রাতে দুর্ঘটনার কারণে ফায়ার সার্ভিস কিংবা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো সদস্য তৎক্ষণিকভাবে সেখানে আসতে পারেনি। স্থানীয়রা আহতদের উদ্ধার কর।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় কয়েকজন মারাত্মক আহত হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম পরিচয় জানতে পারা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ৫০ মিনিটে নির্মাণাধীন মৌচাক-মগাবাজার ফ্লাইওভারের একাংশ মালিবাগ রেলক্রসিং এর ওপর ভেঙে পড়ে। ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। সেখানে নির্মাণ শ্রমিকদের অনেকেই চাপা পড়ে। রেললাইনের ওপর ভেঙে পড়ার কারণে রেলযোগাযোগও বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মালিবাগ এলাকার দোকানি জয়নাল সোনালীনিউজকে জানান, ফ্লাইওভার ভেঙে পড়ার বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আশপাশের লোকজন সেখানে ছুটে যায়। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোকানী জয়নাল আরো জানান, তিনি নিজে একজনের পা কেটে বের করেছেন ভেঙে পড়া ফ্লাইওভারের একাংশের নিচ থেকে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রের দাবি, নির্মাণকাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গেলে তিনজন মারাত্মক আহত হয়। এক পথচারীর মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তবে দুর্ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও সেখানে ফায়ার সার্ভিস কিংবা নিরাপত্তাবাহিনীর কাউকে দেখা যায়নি।

সোনালীনিউজডটকম/এন

Wordbridge School
Link copied!