• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সৈকতে খালি পায়ে হাঁটলেন প্রধানমন্ত্রী


কক্সবাজার প্রতিনিধি মে ৬, ২০১৭, ০২:৪১ পিএম
সৈকতে খালি পায়ে হাঁটলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার: সমুদ্রতীরে যাবেন আর জলে পা ভেজাবেন না, তাতো হয় না। বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও সমুদ্রের অপার আকর্ষণ থেকে দূরে থাকতে পারেন না। আর কেউ পারলেও বাংলার প্রাণের সাথে মিশে থাকা চেতনার ধারক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পারবেন না, তারই প্রমাণ তিনি রাখলেন আজ।

শনিবার (৬ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী বিচে সমুদ্রে পা ভেজালেন প্রধানমন্ত্রী। খালি পায়ে সৈকতে হেঁটেও বেড়ালেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কয়েকজন সেনা সদস্য ও তার সফর সঙ্গীরা।

ইনানীর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর স্মৃতিও। ১৯৫৮ সালে সামরিক শাসনামলে অরণ্যঘেরা ইনানীর চেনছড়ি গ্রামে বেশ কিছু দিন ছিলেন জাতির জনক। বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা। সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হলো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!