• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে পাঁচ ‘জঙ্গি’র আত্মসমর্পণ


নরসিংদী প্রতিনিধি মে ২১, ২০১৭, ১০:৩০ এএম
নরসিংদীতে পাঁচ ‘জঙ্গি’র আত্মসমর্পণ

নরসিংদী: জেলার গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে থাকা পাঁচ জন আত্মসমর্পণ করেছে। রোববার (২১ মে) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

এরমধ্যে সকাল ৯টা ৫৫ মিনিটে একজন, ১০টা ৫ মিনিটে দ্বিতীয় জন, ১০টা ৯ মিনিটে তৃতীয় জন, ১০টা ১৭ মিনিটে চতুর্থ জন ও ১০টা ২৭ মিনিটে পঞ্চম জনকে বের করে আনা হয়। তবে তাদের কারও নাম এখনও জানা যায়নি।

এদিকে জঙ্গি আস্তানার ভেতরে আটকাপড়া নিরপরাধ ব্যক্তিদের শনাক্তে স্বজনদের নিয়ে আসা হয়েছে। রবিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাঁচ-ছয় জনকে ডেকে ওই বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, স্বজনদের মাধ্যমে ভেতরের ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। সকাল থেকেই বাড়ির আশপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এদিকে রবিবার সকালে সাংবাদিক ও সাধারণ লোকদের ওই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। আজ রবিবার (২১ মে) যে কোনও সময় অভিযান শুরু হতে পারে।

ওই বাড়ির ভেতর পাঁচ-ছয়জনের মতো আটকে পড়েছে বলে দাবি করা হয়েছে। ভেতরে থাকা ব্যক্তিরা মোবাইল ফোনে বাইরে উপস্থিত তাদের স্বজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা নিজেদের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বলে দাবি করেছেন। তবে র‌্যাব বলছে, ভেতরে কয়েকজন জঙ্গি রয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়ার ওই বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘিরে রাখা বাড়িতে ৫/৬ জন জঙ্গি রয়েছে বলে জানান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বাড়ির মালিকের ছোট ভাইকে আটক করে পুলিশ।

এ ঘটনার পরে ঘটনাস্থলের উদ্দেশে ঢাকা থেকে রওয়ানা দেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

শনিবার (২০ মে) রাত ৮টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ভেতরে অন্তত ৫ থেকে ৬ জন জঙ্গি আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা প্রাথমিকভাবে তাদের আত্মসমর্পণ করতে বলব করেছি। পর্যায়ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শহর থেকে কিছু দূরে দুবাইপ্রবাসী মঈন আহমেদের একতলা ওই বাড়ি গত ৩ মে তিন অবিবাহিত পুরুষ ভাড়া নেন বলে ঘটনাস্থলে বাড়ির মালিকের ভাই জাকারিয়া সাংবাদিকদের জানান।

তিনি বলেন, তাদের পরিচয়সম্বলিত ফরম থানায় দেয়া হয়েছে। আজ (শনিবার) আরও দুইজন ওই বাসায় ওঠে। তাদের তথ্য জানানো হয়নি। এর পরই জাকারিয়াকে আটক করে পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!