• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তিতুমীর কলেজে ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী আহত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০১৬, ০৫:৫২ পিএম
তিতুমীর কলেজে ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী আহত

সোনালীনিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের আবাসিক হলে প্রবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, কলেজে বর্ধিত বেতন ফি আদায় বন্ধের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার  দুপিুরে কলেজের আক্কাছুর রহমান আঁখি হলে হামলা চালায় ছাএলীগের নেতাকর্মীরা। এ সময় হামলায় আহত হয় গোলাম কিবরিয়া, আবদুল মোতালেব, শাহ আলম এবং মো. আসিফ। তারা কলেজের সবাই স্নাতক (সম্মান) শ্রেণির বিভিন্ন বর্ষের ছাত্র।

আহতরা জানান, তাদের আবাসিক হলে আকস্মিভাবে বিভিন্ন কক্ষে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা করেন। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক  বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Wordbridge School
Link copied!