• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাবি উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান


ঢাবি প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০১৭, ০১:২০ পিএম
ঢাবি উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অফিসে যোগদানপত্রে স্বাক্ষর করে তিনি এ দায়িত্ব বুঝে নেন।

এ সময় নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

নতুন উপাচার্য আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। একই বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯০ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ও সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!