• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন


বিনোদন প্রতিবেদক    সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০২:৫৫ পিএম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

ঢাকা: রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মিয়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে চলচ্চিত্র পরিবার মানববন্ধন ডেকেছে সোমবার (১৮ সেপ্টেম্বর)। চলচ্চিত্র পরিবারের অংশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘আগামী সোমবার সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার। মানব কল্যাণে ওই মানববন্ধনে চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীদের উপস্থিত থাকার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

শিল্পী সমিতির এই নেতা আশা করছেন, চলচ্চিত্র পরিবারের সিনিয়র-জুনিয়র সব শ্রেণির শিল্পী-কলাকুশলী মানববন্ধনে হাজির থাকবেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!