• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওমানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৭, ১০:০৩ পিএম
ওমানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া

ঢাকা: টানা দুই জয়ে এশিয়া কাপ হকির দশম আসরের সুপার ফোর আগেই নিশ্চিত করেছিল মালয়েশিয়া। সোমবার (১৬ অক্টোবর) মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৭-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়রা।

চীনের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে টুর্নামেন্টে সূচনা করা মালয়েশিয়া পরের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে।

এদিন ম্যাচের প্রথম কোয়াটারে গোল না হলেও, দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনালিট কর্নারের গোলে এগিয়ে যায় ফয়জাল সারির দল। এরপর থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছে প্রতিপক্ষের জালে। দ্বিতীয় কোয়াটারেই পাঁচ গোল আদায় কওে মালয়েশিয়া।

এরই মধ্যে ২৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান ওমানের সালমান নোফালি। বড় ব্যবধানে এগিয়ে থাকায় শেষ দুই কোয়াটারে গোলের চেয়েও মাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঝুঁকিমুক্ত হয়ে খেলার প্রতিই বেশি মনোযোগী ছিল মালয়েশিয়া। তারপরও শেষ দুই কোয়াটারে একটি করে গোল করে তারা। ফলে ৭-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার এই উদীয়মান হকি পরাশক্তি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!