• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণার প্রক্রিয়া শুরু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৭, ০৫:০৯ পিএম
উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণার প্রক্রিয়া শুরু

ঢাকা: রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি সপ্তাহের মধ্যেই এটি করা হতে পারে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।

সূত্র মতে, আসন শূন্য ঘোষণা করার একটি আইনগত প্রক্রিয়া ও বিধান রয়েছে। শূন্য ঘোষণা করার পর এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে সরকার এবং নির্বাচন কমিশন।

এর আগে, ডিএনসিসি মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। রোববার(৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডিএনসিসির উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। ফলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!