• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাবা মেসির অন্যরকম ‘হ্যাটট্রিক’


ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০১৮, ০৫:২৬ পিএম
বাবা মেসির অন্যরকম ‘হ্যাটট্রিক’

ফাইল ছবি

ঢাকা: স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে মাঠে নামার আগে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়ে দিয়েছিল ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জানা গেল কি সেই কারণ। তৃতীয় পুত্র সন্তানের বাবা হলেন আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিসহ নিজেই এ খবর জানালেন মেসি।

ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসি যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে মেসির আঙ্গুল ধরে রেখেছে সদ্যজাত সন্তানটি। ঐ ছবি ফেসবুকে ও ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘স্বাগত সিরো। ঈশ্বরকে ধন্যবাদ। মা ও সন্তান দু’জনেই ভাল আছে। আমরা দারুণ খুশি।’

সদ্যোজাত সন্তানের আঙুলের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। আন্তোনেল্লা রোকুজ্জোকে গত বছর মেসি বিয়ে করলেও সম্পর্ক শৈশব থেকেই। মেসি, আন্তোনেল্লার প্রথম সন্তান থিয়াগোর বয়স পাঁচ। দ্বিতীয় সন্তান মাতেও-র বয়স দুই।

সদ্যজাত সন্তানের আঙ্গুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো-কে গত বছর বিয়ে করেন মেসি। বিয়ের আগেই দু’টি সন্তানের জন্ম দিয়েছেন মেসি-রোকুজ্জো জুটি। তাদের প্রথম সন্তান থিয়াগোর বয়স পাঁচ। দ্বিতীয় সন্তান মাতেও’র বয়স দুই।

তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী রোকুজ্জোর পাশে থাকতে গত রাতে লা লগায় মালাগার বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলেননি মেসি। তবে মালাগার বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সা। খেলতে না পারলেও হাসপাতালে স্ত্রী ও সদ্যজাত সন্তানের পাশে থেকে টেলিভিশনে ম্যাচটি উপভোগ করেছেন মেসি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!