• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জন্মদিনে নিয়মিত সিনেমা প্রযোজনার ঘোষণা শাকিবের


বাবুল হৃদয় মার্চ ২৯, ২০১৮, ১১:৪৭ এএম
জন্মদিনে নিয়মিত সিনেমা প্রযোজনার ঘোষণা শাকিবের

শাকিব খান

ঢাকা: ৪০তম জন্মদিনে নিয়মিত সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেন সময়ের সেরা নায়ক শাকিব খান। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বুধরার (২৮ মার্চ) সন্ধ্যায় এ ঘোষনা দেন তিনি। এ সময় শাকিব খান বলেন, ‘ আমার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে প্রডাকশন থেকে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করবো। নতুন এবং পুরনো তবে মেধার ছাপ রেখে গেছেন সিনেমায় এমন সব পরিচালেকদের নিয়ে কাজ করবো। পাশাপাশি দেশের ও বিদেশের মিলিয়ে টেকনিক্যাল লোক নিয়ে সিনেমা বানাবো।’

শাকিব খান আরও বলেন, ‘ভালো গল্প, বিগ বাজটে ও ভালো আয়োজনের অভাবে আমাদের সিনেমা ভালো হচ্ছে না। বিগ বাজেটের ভালো গল্পের সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সিনেমা নিয়ে যেতে চাই।  যেভাবে ‘শিকারী’, ‘নবাব’ আন্তের্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।’  

এদিকে বুধবার ‘শাকিব খান অফিসিয়াল’ শিরোনামে তার ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা করে। জনপ্রিয় এ নায়কের অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মটি বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে চালু করা হয়েছে। এখন থেকে নায়কের এ অফিশিয়াল চ্যানেলে তার অভিনীত সিনেমাগুলোর গান, ট্রেলার, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও কিংবা অডিও ক্লিপ প্রকাশ করা হবে এখানে। 

শাকিব খান

অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুরু প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘যুগ বদলাচ্ছে, আনন্দ বিনোদনের ক্ষেত্রে সিনেমা হল ও টিভি চ্যানেলের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে ইউটিউব। কিন্তু সঠিক উদ্যোগ ও পরিকল্পনার অভাবে আমাদের চলচ্চিত্রগুলো ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

সঠিক দিক নির্দেশনার অভাবে ডিজিটাল মাধ্যম থেকে উপার্জিত অর্থ ঘরে নিতে পারছেন না প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলী। অথচ ইউটিউব থেকে একজন শিল্পী বছরের পর বছর রয়্যালিটি পেতে পারেন। ইউটিউব উপার্জিত অর্থ দিতে পারে প্রযোজক পরিচালক শিল্পী ও কুশলীর পরিবারকে স্বচ্ছলতা।’

জন্মদিন নিয়ে শাকিব বলেন, ‘ গতকাল রাত ১২টার পর থেকে সবার এতো ভালোবাসা পাচ্ছি কিংবা পেয়েছি, কিংবা আজ যাদের জন্য আমি শাকিব খান হয়েছি তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। কারণ তারা যদি আমার সঙ্গে না থাকতেন তাহলে আমি আজ এই ভালোবাসাগুলো পেতাম না। এ ভালোবাসার কাছে আমি ঋণী ও কৃতজ্ঞ।’ 

শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপুসহ বঙ্গবিডির কর্মকর্তারা।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!