• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের কোচের নাম জানা যাবে শনিবার


ক্রীড়া প্রতিবেদক মে ১৪, ২০১৮, ০৮:২৯ পিএম
জাতীয় ফুটবল দলের কোচের নাম জানা যাবে শনিবার

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের প্রশিক্ষনে সামনে এগোচ্ছিল বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে কাতার ও থাইল্যান্ডে ওর্ডের অধীনে প্রশিক্ষন নেয় ২৪ ফুটবলার। লাওসের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগিতিকদের সঙ্গে ড্র করে জাফর-সুফিলরা। তারপর হঠাৎ করেই লাল সবুজের তাবু ছাড়ে অ্যান্ড্রু ওর্ড।

ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচের সিদ্ধান্তে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরু করে নতুন কোচ খোঁজা। এরইমধ্যে নতুন কোচ চূড়ান্ত করেছে বাফুফে। তবে নতুন কোচের নাম জানতে অপেক্ষা করতে হয়ে আরও কয়েকটি দিন। সোমবার (১৪ মে) তেমনটি জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ‘কোচের বিষয়ে চূড়ান্ত  সিদ্ধান্ত হয়নি। এখনও আলোচনা বাকি আছে। আগামী শুক্রবারের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে শনিবার নাম প্রকাশ করবো।’

তবে বাংলাদেশ জাতীয় দল যার হাতে তুলে দেয়া হচ্ছে, তিনি একজন ব্রিটিশ নাগরিক। লন্ডনে সেই ব্রিটিশ কোচের সঙ্গে দেখা করে পাকা কথা নিয়েছেন কাজী নাবিল আহমেদ। তিনি জানিয়েছেন, ‘ব্রিটিশ কোচের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে। ১ জুন বাংলাদেশে আসতে পারেন তিনি। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি হতে পারে। সিনিয়র ও অলিম্পিক দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। এছাড়া অন্য দলগুলোকেও পরামর্শ দেবেন। আশা করি, নতুন কোচ দেশের ফুটবলকে অনেক এগিয়ে নিতে পারবেন।’

এদিকে শিগগিরই জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা করেছে বাফুফের। আসন্ন এশিয়ান গেমস পর্যন্ত ক্যাম্প চলবে। যদিও মাঝে ঈদের ছুটি পাবেন খেলোয়াড়রা। এ প্রসঙ্গে কাজী নাবিল, ‘১৯ অথবা ২০ মে বিকেএসপিতে শুরু হবে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প। আমাদের লক্ষ্য থাকবে ফুটবলারদের ফিটনেস ফিরিয়ে আনা। জুলাই-আগস্টে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলাতে পারি। তা হতে পারে অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!