• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজ পরিবারের অতিথি হয়ে হজে যাচ্ছেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১১, ২০১৮, ০৭:১২ পিএম
রাজ পরিবারের অতিথি হয়ে হজে যাচ্ছেন সাকিব

ফাইল ছবি

ঢাকা: হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। শারীরিক ও আর্থিকভাবে সাবলম্বী প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ সম্পাদন করা ফরজ। আল্লাহ তা’আলা বলেছেন, ‘মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ্জ আদায় করা ফরয’ (সূরা আল ইমরান, আয়াত: ৯৭)। তাই প্রবিত্র জিলহজ্ব মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় হজ করতে সৌদি আরব যাচ্ছেন সাকিব আল হাসান।

রোববার (১২আগস্ট) রাত সাড়ে ১১টায় একটি হজ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তার আগে শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। সৌদি রাজ পরিবারের অতিথি হয়েই এবার হজে যাচ্ছেন সাকিব।

নিজের ফেসবুক ওয়ালে সাকিব লিখেছেন, ‌‌‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি।

আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’- সাকিব

এর আগে গত বছরের ডিসেম্বরে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন সাকিব। সেখানে তার সঙ্গী হয়েছিলেন শাহরিয়ার নাফীস এবং চিত্রনায়ক-পরিচালক অনন্ত জলিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!