• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সাফজয়ী মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৮, ০৯:৫৫ পিএম
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সাফজয়ী মেয়েরা

ছবি: সংগৃহীত

ঢাকা: কিছু দিন আগে এক অনুষ্ঠানে রসিকতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ফুটবলে আমাদের মেয়েরা গোল দেয় আর ছেলেরা গোল খায়। গত কয়েক বছর ধরে ছেলেদের ফুটবলে কোনও সাফল্য নেই। কিন্তু নারী ফুটবলে একের পর এক সাফল্য বয়ে এনেছে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের ফুটবল কন্যারা।  

এএফসি ও সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে গণভবনে চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার ও কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। দলের কর্মকর্তারা পেয়েছেন ৫ লাখ টাকা করে। পাশাপাশি খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন শেখ হাসিনা।

এ সময় মেয়েদের প্রংশসা করে  প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা খুব সাহসী ভূমিকা রেখেছো। তোমাদের পারফরম্যান্সও খুব ভালো ছিলো। ‘তোমাদের এমন সাফল্যে অনুপ্রানিত হয়ে অন্যরাও খেলাধুলায় এগিয়ে আসবে। আমি চাই খেলাধুলা-সাংস্কৃতিক চর্চায় সবদিক থেকেই ছেলে-মেয়েরা আরো উন্নত হোক।’

তাৎক্ষীনক প্রতিক্রিয়ায় মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের সাফল্যে খুশি হয়েছেন। আমরাও বেশ খুশি।’ তিনি বলেন, যে কোনও প্রয়োজনে প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে পাকিস্তানকে ১৭ গোল দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১৭ গোল দেয়ায় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন এটা তো আমাদের জন্য বিরাট ব্যাপার। ভবিষ্যতে মেয়েদের ফুটবলের যে কোন প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আরো ভালোভাবে খেলতে বলেছেন। আমাদের পাশে আছেন। আর আমরা যেন ভালো খেলে আরো ভালো ফল করতে পারি, দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি। সেটাই বলেছেন।’

আঁখি খাতুন সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে নেপালের বিপক্ষে খেলতে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলেন। তাকে দেখেই প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন। আঁখি জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে দেখে জিজ্ঞেস করেছেন, চোখে কী হয়েছে। আমি বলেছি খেলতে গিয়ে বুটের স্পাইক লেগেছে। তারপর তিনি মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। ভালোভাবে চিকিৎসাও করাতে বলেছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বং বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০-০ গোলে হারায় বাহরাইনকে। দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে বাংলাদেশ জয় পায় ৮-০ ব্যবধানে। আর তৃতীয় ম্যাচে অনুচিং মোগিনির হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৭-০ ব্যবধানে। আর শেষ ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মেয়েদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!