• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মুন্সিগঞ্জে শাহ্জালাল ব্যাংকের ১১৫তম শাখার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০১৮, ০৩:২৩ পিএম
মুন্সিগঞ্জে শাহ্জালাল ব্যাংকের ১১৫তম শাখার উদ্বোধন

ঢাকা : ২৩ অক্টোবর ২০১৮ইং তারিখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন বাড়ৈখালী বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১১৫তম শাখা হিসেবে বাড়ৈখালী শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং একই দিনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম (ATM) বুথের উদ্বোধন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উক্ত শাখা এবং এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব ইমতিয়াজ ইউ আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান জনাব মোঃ মাহবুবুর রশীদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা, কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখার ব্যবস্থাপক জনাব নাজির আহমেদ, বাড়ৈখালী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব ইকবাল হোসেন মাস্টার, স্থানীয় ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোফাজ্জল হোসেন, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম তালুকদার, যৌথ ফেব্রিক্স এর স্বত্বাধিকারী জনাব মোঃ রুমান-সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাড়ৈখালী অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান।

তাছাড়া এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে সেই সাথে অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম, ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোঁড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক শাখা সম্প্রসারণ করে গ্রামীণ অর্থনীতিতে যথাসাধ্য অবদান রাখার প্রয়াস অব্যাহত রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!