• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ৩৬ সদস্য


নিজস্ব প্রতিনিধি মে ৪, ২০২৪, ০৪:১৪ পিএম
বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ৩৬ সদস্য

ঢাকা: চলমান সংঘাতের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। শনিবার (৪ মে) ভোরে টেকনাফের নাজিরপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া ও জালিয়াপাড়া থেকে তারা প্রবেশ করেছেন।

তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। 

জানা গেছে, সকালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি। পরে তাদের নিরস্ত্রকরণ করে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। 

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার যায়নি। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় তা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সূত্র-যুগান্তর

আইএ

Wordbridge School
Link copied!