• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্য ফাইনাল, তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফিরা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০৬:৪৩ পিএম
লক্ষ্য ফাইনাল, তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফিরা

ছবি: সংগৃহীত

ঢাকা: জিতলেই নিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালের টিকেট। আর হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে লক্ষ্য পুরণের আরও একটা সুযোগ থাকবে। এমন সমীকরণ সামনে রেখে তামিম-আফ্রিদিদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমেছে মাশরাফির রংপুর রাইডার্স।  

সোমবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচে জিতলেই ফাইনাল, হারলেও সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জিতলে ফাইনালে খেলার সুযোগ পাবে তারা।

রংপুর-কুমিল্লা দুই দলই ফাইনালের অপেক্ষায়। প্রথম সুযোগটা কাজে লাগাতে মাশরাফির মতো প্রস্তুত ইমরুল কায়েসও। দুদলেই রয়েছে তারকার সমারহ। কুমিল্লায় শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, তামিম ইকবালরা আছেন। রংপুরের দুই তারকা ক্রিকেটার এর মাঝেই চলে গিয়েছেন। এঁরা হলেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। তবুও শক্তিতে পিছিয়ে নেই দলটি। ক্রিস গেইল আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কে জানে, হয়তো বাকি ম্যাচগুলোতে জ্বলে উঠবেন তিনি। আর ইনফর্ম রাইলি রুশো তো আছেনই। যিনি এর মধ্যেই ৫০০ রান ছাড়িয়ে গেছেন। এখন দেখার অপেক্ষা প্রথম দল হিসেবে কোন দল যায় ফাইনালে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!