• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চোটে পড়ে শেষ সাকিবের নিউজিল্যান্ড সফর!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৩:০২ পিএম
চোটে পড়ে শেষ সাকিবের নিউজিল্যান্ড সফর!

ঢাকা: বিপিএলের ফাইনাল বাংলাদেশ দলকে বড় এক দুঃসংবাদই দিল। শুক্রবার ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছেন সাকিব আল হাসান। আর এতেই সর্বনাশটা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সাকিবকে যে সময়ের বিশ্রাম দিয়েছেন তাতে টেস্ট সিরিজেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই বলা যায়, সাকিবের নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে গেল!

ফাইনালে ব্যাটিং করতে গিয়ে থিসারা পেরেরার বল গ্লাভসে লাগে সাকিবের। পুল করতে গিয়ে বাঁহাতের অনামিকায় বলে আঘাত পান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। ম্যাচের পর স্ক্যান করলে সেখানে চিড় ধরা পড়ে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাঁম হাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। বিসিবির জ্যেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচের পর স্ক্যান করানোয় সাকিবের আঙুলে চোট ধরা পড়ে। চোটগ্রস্ত জায়গাটি প্রায় তিন সপ্তাহের জন্য নড়াচড়া করানো যাবে না।’

অর্থাৎ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। এদিকে নিউজিল্যান্ডে (১৩ ফেব্রুয়ারি) বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ৮ মার্চ আর সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ। সাকিবকে যে সময়ের (তিন সপ্তাহ) বিশ্রাম দেওয়া হয়েছে, তাতে বাস্তবতা বলছে টেস্ট সিরিজের শেষ ম্যাচেই শুধু তাঁকে পাওয়ার যতটুকু সম্ভাবনা আছে। কিন্তু চোটের পর পুনর্বাসন প্রক্রিয়া আছে, আর তা বিবেচনায় সাকিবের শেষ টেস্টেও খেলার সম্ভাবনা খুব কম।

বিপিএলে এর আগে পায়ে চোট পাওয়ায় নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন পেসার তাসকিন আহমেদ। আর এবার গেলেন সাকিব। আঙুলের চোট সাকিবকে এর আগেও ভুগিয়েছে। গত বছর বাঁম হাতের কনিষ্ঠায় চোট পেয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সাকিব। ধুঁকেছেন এশিয়া কাপেও। খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও। এবার নতুন চোট তাঁকে ছিটকে ফেলল নিউজিল্যান্ড সফর থেকে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!