মুন্সীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৪:২০ পিএম

মুন্সীগঞ্জ : “সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সফিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে গণমাধ্যমের কর্মীরা বক্তব্য বলেন, মুন্সীগঞ্জে কারেন্টজাল ফ্যাক্টরির দুই সমিতির রাঘববোয়াল এবং এর সাথে জড়িত রাজনৈতিক প্রধানদের আটক এবং তাদের ফ্যাক্টরি বন্ধ করা গেলেই এই অঞ্চল থেকে কারেন্টজাল উৎপাদন ও বিপণন বন্ধ করা সম্ভব। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, গত এক বছরে তারা ১ হাজার ২৯৭টি অভিযান, ১৮৪টি মোবাইল কোর্ট, ১৭ কোটি ২১ লাখ মিটার কারেন্টজাল জব্দ, মা ইলিশসহ ২৫ দশমিক ৬ মেট্টিক টন জাটকা জব্দ, ৩৯২ টি মামলা, ২৪৮ জনকে কারাদন্ড প্রদান এবং ১৭ লাখ ১৪হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।