আনসার আল ইসলামের দুই জঙ্গি আটক

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৩:২৭ পিএম

যশোর : যশোরের মনিরামপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)।

শনিবার (২০ জুলাই) দুপুরে  এই তথ্য জানায় র‌্যাব।

উল্লেখ্য, ২০১৩ সালে দেশের কয়েকজন ব্লগার ও মুক্তমনা লেখককে টার্গেট করে হত্যা করার পর এবিটি ২০১৪ সালের সেপ্টেম্বরে নতুন নাম 'আনসার আল ইসলাম' ধারণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

২০০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ড. অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয়,  জবি ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ, রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডে আনসার আল ইসলামের নাম উঠে এসেছে। সংগঠনটির পক্ষ থেকেও এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জঙ্গিসংশ্লিষ্টতার দায়ে দেশে এ পর্যন্ত ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে সরকার।

সোনালীনিউজ/এএস