প্রচণ্ড গরমে হাতির মৃত্যু

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১২:০৯ পিএম

লালমনিরহাট : প্রচণ্ড গরমে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার্কাসে আসা একটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট বাণিজ্য মেলায় আসা দি লায়ন সার্কাসের হাতিটিকে নিয়ে কয়েকদিন থেকে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করে আসছিল সার্কাসের কর্তৃপক্ষ।

বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে পৌঁছলে হঠাৎ হাতিটি প্রচণ্ড রোদ আর গরমে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে হাতিটি হিটস্টকে মারা যায়।

হাতিটির মাউথ সাইফুল ইসলাম জানান, হাতির মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে হাতির মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন জানান, হাতিটি অসুস্থতার খবর পেলে চিকিৎসা দেয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে খবর পাওয়ায় আর কিছু করা সম্ভব হয়নি।

সোনালীনিউজ/এসএ/এএস