রাঙ্গাবালীতে স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন

  • রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯, ১০:৫৫ পিএম

পটুয়াখালী : ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও স্লোব বাংলাদেশ এর সহযোগীতায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে র‌্যালী ও আলোচনা সভা করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান,  সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.খালিদ বিন ওয়ালিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগীর, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন খন্দকার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মু.জাবির হোসেন ও স্লোব বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই