অন্যের জীবন আলোকিত করতে দবিরুল নিজে গেলেন অন্ধকারে

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৯:৫১ পিএম

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে নির্মাণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় পড়ে গিয়ে দবিরুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত শ্রমিক দবিরুল দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য নলছিটির হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল।  সকাল ৭টার দিকে দবিরুল ইসলামসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের ওপরের অংশে কাজ শুরু করে।  এ সময় হঠাৎ একটি অ্যালুমুনিয়ামের পিলার ফঁসকে গিয়ে দবিরুল নিচের মাটিতে পড়ে যায়।  এতে সে গুরুতর আহত হয়।  পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আল আরাফাত কম্পানির ফোরম্যান মো. ইসমাইল হোসেন বলেন, অসাবধানতার কারণে পিলার ফঁসকে গিয়ে দবিরুলের মৃত্যু হয়েছে।  আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি।  তাঁরা এসে মৃতদেহ নিয়ে যাবে। 

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান বাচ্চু বলেন, ওপর থেকে নিচের মাটিতে পড়ে যাওয়ায় মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে ওই শ্রমিকের।  গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোনালীনিউজ/এআরআর/এএস