বুলবুলের কবলে পড়া নিখোঁজ ১০ জেলের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ১০:২৭ পিএম

ঢাকা: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ঘুর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে ট্রলার ডুবার ঘটনায় ১০ জেলে মধ্যে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর)  সন্ধ্যার পর উপজেলার বাহাদুরপুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, রোববার ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে।

এর আগে, রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১টায় ভোলার রাজাপুর সংলগ্ন মেঘনা নদীতে ২০ জেলেসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ১০ জন বিভিন্নস্থানে সাঁতরিয়ে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ