আগামীকাল বুধবার ত্রিবার্ষিক সম্মেলন

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের হাল ধরছেন কারা?

  • হবিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০২:১১ পিএম

হবিগঞ্জ : দীর্ঘ ৬ বছর পর আগামীকাল ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি কে হচ্ছে আর সাধারণ সম্পাদক তা দেখার অপেক্ষায়। দলের হাল ধরতে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় নেতারা দিচ্ছেন ধরনা। সম্মেলন সফল করতে পাঁচটি উপ কমিটি কাজ করছে। ৩৪৯ জন কাউন্সিলরের ভোটে নেতা নির্বাচিত হবে না কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে এ নিয়েও চলছে গুঞ্জন।

দলীয় সূত্রে জানায় যায়, ২০১৩ সালের ২৫ জুন জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৬ বছর অতিবাহিত হলেও আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন পর আগামীকাল বুধবার সম্মেলন হওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

সম্মেলনে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা, এবং সম্মেলনের উদ্বোধন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর মঞ্চে পরিবেশিত হবে দেশাত্ববোধক সংগীত।

বিশেষ অতিথি থাকছেন প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এছাড়াও বিশেষ অতিথি থাকছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি,  বদরউদ্দিন আহমেদ কামরান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশন হবে। এ সময় পদ- প্রত্যাশীরা তাদের প্রার্থীতা কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরবেন।

সম্মেলনে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসাবে হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে। তারা হলেন- বর্তমান সভাপতি আলহাজ্ব আবু জাহির এমপি, সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, সাবেক মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও অ্যাডভোকেট ফজলে আলী।

সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন- বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, বর্তমান সহ-সভাপতি আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরস্কায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিকী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-  বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মর্তুজ আলী, মর্তুজা হাসান, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, অ্যাডভোকেট সালেহ উদ্দিন, ঢাকার লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মাহবুব আলম মালু, সাবেক মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের তনয় নিজামুল হক রানা, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, ও সুমঙ্গল দাস।

সাংগঠনিক সম্পাদক পদে মাঠে আছেন- জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  নুর উদ্দিন চৌধুরী বুলবুল, আব্দুল মুন্তাকিম চৌধুরী খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সূজন ও আব্দুল আহাদ ।

সোনালীনিউজ/এমটিআই