ফ্যান কারখানার আগুন

পুড়ে যাওয়া কাউকেই চিনতে পারছেন না স্বজনরা, ডিএনএ সংগ্রহ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ১১:৩৫ এএম

গাজীপুর : গাজীপুরের কেশরীতায় ফ্যান ফ্যাক্টরিতে রোববার রাতে অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় লাশ শনাক্তে ডিএনএর নমুনা সংগ্রহ চলছে। তাদের মধ্যে দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ মর্গের সামনে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অস্থায়ী ল‌্যাব খুলে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এসময় নিহত ফরিদের পিতার ডিএনএ সংগ্রহ করা হয়।

সিআইডির ক্রাইম সিনের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, নিহতদের মধ্যে অনেককে চেনা যাচ্ছে না। পরিচয় উদ্ধারের জন্য অভিযোগকারীদের এবং মৃতদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন এবং ডিএনএ নমুনা সংগ্রহের টিমের কাজ শুরু হয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মৃতদেহের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করার।

এদিকে হাসপাতাল মর্গের সামনে নিহতের স্বজনরা ভিড় জমিয়েছেন। অনেকে ছবি হাতে নিয়ে অপেক্ষা করছে। পুলিশ অভিযোগকারী এবং লাশর নাম-পরিচয়ের তালিকা প্রস্তুত করছে।

সোনালীনিউজ/এএস