এবার চট্টগ্রামে ময়লার স্তূপে জুতার বাক্সে মিলল ফুটফুটে কন্যাশিশু

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ১১:৪৭ এএম

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে কন্যা শিশুকে। কন্যা সন্তান হওয়ায় শিশুটিকে ফেলে দেয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও সুস্থ রয়েছে শিশুটি। রোববার (১৯ জানুয়ারি) সকালে আবর্জনা কুড়াতে গিয়েছিল কয়েকজন পথশিশু। কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যায় তারা। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে জুতার বাক্স থেকে উদ্ধার করে ফুটফুটে কন্যাশিশুটিকে।

উদ্ধারের পরপরই শিশুটিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজ সেবা অধিদপ্তরের শিশু মনি নিবাসে রাখা হয়েছে ১ দিনের শিশুটিকে। চট্টগ্রাম শিশু মনি নিবাসের সহকারী তত্ত্বাবধায়ক বন্দনা রানী সরকার বলেন, জুতার বাক্সের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়েছে।

টোকাই ছেলেরা বাক্সটা টান দিলে কান্না শুনে ভয় পেয়ে সরে যায়। দীর্ঘক্ষণ ঠান্ডায় পড়ে থাকার প্রথমে একটু সমস্যা হলেও শিশুটি এখন সুস্থ বলে জানিয়েছেন চট্টগ্রাম শিশু মনি নিবাসের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিলা হক। কন্যা সন্তান হওয়ায় শিশুটির এ পরিণতি বলে ধারণা পুলিশের। অভিভাবক খোঁজার চেষ্টা চলছে বলেও জানালেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/এসএস