আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা জামায়াতের প্রচারণা চালাচ্ছে

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৭:৩৫ পিএম

জামালপুর: সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে, জামালপুরের গৌরিপুর কাচারী এলাকায় নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। তারা কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা কথার আশ্রয় নিয়ে আজেবাজে কথা বলে।

শেখ মো: আব্দুল্লাহ  জানান, ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পাড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মন্ত্রী এসব বক্তাদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ  উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ