আগুনে পুড়ে ছাই ১১ দোকান ব্যবসায়িদের মাথায় হাত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১২:১৪ পিএম

সিরাজগঞ্জ: সদর উপজেলার ছোনগাছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সিরাজগঞ্জ ও কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারে আলমগীরের মুদির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। 

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিরাজগঞ্জ ও কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছোনগাছা বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম জানান, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ সময়মতো বন্ধ না করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আগুনে শাহ আলম, ওবায়দুল ইসলাম ও শামসু শেখের মসলার দোকান এবং রবীন্দ্রনাথ, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন, রমজান আলী, শফিকুল ইসলাম, নিখিল চন্দ্র, রবী আলীর মুদির দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোনালীনিউজ/এসআই