নিজের গাড়ী চালকের নামে মামলা দিলেন এসপি

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১০:১২ এএম

ময়মনসিংহ: দ্রুতগতিতে গাড়ি চালানো ও নিয়ম না মেনে সিগনাল অমান্য করায় নিজের গাড়ির ড্রাইভারের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় দ্রুতগতিতে গাড়ি নিয়ে সিগনাল অমান্য করে পুলিশ সুপারের গাড়ি চালক। এ সময় গাড়িতে খোদ এসপি বসা ছিলেন। তাৎক্ষনিক তিনি চালককে এ অনিয়মের জন্য মামলা দায়ের করান।

বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচনায় আসে এসপি নিজের ড্রাইভারকে নিয়ম অমান্য করায় তাৎক্ষনিক শাস্তি আওতায় আনলে বাকি সবার এক্ষেত্রে দ্রুত সচেতন হতে হবে। নয়তো কারও নিস্তার নেই।

সোনালনিউজ/এমআর/এসআই