ডোবায় পাওয়া গেছে ২৬ কেজি ওজনের বাঘাইড়

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০২:৪৯ পিএম

ময়মনসিংহ: ১০ মণ, ১৫ মণ মাছ ধরার খবরও পাওয়া যায়। নদী-সমুদ্রে জেলেদের জালে এমন দৈত্যাকার মাছ ধরার খবরে পত্রিকার শিরোনাম হয়। কিন্তু তাই বলে একেবারে ডোবায়!

এমনটিই ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মালিঝি নদীর কুটুরা কান্দা গ্রাম। ওই গ্রামের হানিফ উদ্দিন মুন্সি বাড়ির ডোবায় মিলেছে ২৬ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড়। ওইদিন বিকেলে স্থানীয় জেলেরা জাল দিয়ে ঘেরাও করে বিশালদেহী মাছটি। সেই মাছ এলাকাবাসী জেলেদের কাছ থেকে কেনে ৩২ হাজার টাকায়। মাছটি এক নজর দেখার জন্য গ্রামের শতশত মানুষ ভিড় জমায় সেখানে।

স্থানীয়রা জানায়, নদীভাঙনের ফলে বহু বছরের ঐতিহাসিক এ ডোবায় সারা বছর পানি থাকে। এখান থেকে জেলেরা নানা রকম সুস্বাদু মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাঝে মাঝে এ ডোবায় মেলে বড়বড় মাছ। আর এমন মাছ ধরা পড়লে জেলেদের কাছ থেকে তা কিনে নেয় গ্রামবাসী। তারপর বাড়ি ফেরে ভাগের অংশটি নিয়ে।

সোনালীনিউজ/টিআই