করোনায় রোজগার বন্ধ বৃদ্ধের, বাজার এনে দিলেন ওসি

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৭:৩০ পিএম

নওগাঁ : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ছোয়া লেগেছে নওগাঁ জেলার পত্নীতলার আমাইড় ইউনিয়নের ডাসনগর গ্রামের আদিবাসী পাড়ায় জনৈক শ্রী ফুলচান পাহান (আনুমানিক ৮০ বছর) আয় রোজগারে।  করোনার ছোবলে তার আয় বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তিনি। 

রোববার (২৯ মার্চ) সংবাদটি নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নজরে আসার সাথে সাথে তিনি অফিসার ইনচার্জ পত্নীতলাকে ফুলচান পাহানের খোঁজ নেওয়ার জন্য এবং তাঁকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন।  

নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ, পত্নীতলা জনাব পরিমল চক্রবর্তী দ্রুত ডাসনগর গ্রামে যান এবং শ্রী ফুলচান পাহানকে চাল, ডাল, সবজি কিনে দেন।  সেই সাথে স্থানীয় ওয়ার্ড মেম্বার কে ডেকে ফুলচান পাহানকে বয়স্ক ভাতা এবং ভিজিএফ কার্ড প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

সোনালীনিউজ/এএস