শরীরের জ্বর তাই ঘর থেকে বের করে দিলেন স্বজনরা

  • পটুয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৬:০৪ পিএম

পটুয়াখালী : শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে ঘর থেকে বের করে দিলেন স্বজনরা। তবে ওই নারীর পাশে দাঁড়িয়ে সেবা-শুশ্রুষার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

রোববার (২৯ মার্চ) রাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্বামী পরিত্যক্তা রেনিস বেগম মালা (৪২) একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের কন্যা।

স্বজনরা জানান, রেনিস বেগম ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকতেন। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এক সপ্তাহ পূর্বে রেনিসা ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। গত কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছিলেন।

ইউএনও মাশফাকুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে রেনিসা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থা করি।’  প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি। 

সোনালীনিউজ/এএস