খাদেরগাঁও ইউনিয়নে দিপু চৌধুরীর ত্রাণ সামগ্রী বিতরণ

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৪:৫০ পিএম

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে করোনা ভাইরাসের সঙ্কট মোকাবিলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর জৈষ্ঠ্য পুত্র সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা জনাব সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান বিতরণ করা হয়।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু জানান, করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যার সমর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। আমি আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন, সকলেই সমর্থ অনুযায়ী মানুষকে সহায়তা করবেন। আর করোনা প্রতিরোধে সকলে আরো বেশি সচেতন হবেন।

এ সময় খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম ঢালী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদারের তত্বাবধানে ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/টিআই