ময়মনসিংহে সাত চিকিৎসকসহ করোনা আক্রান্ত ২৪

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৮:২৫ পিএম

ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন এবার মহামারি আকারে রুপ নিয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।  বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন।

এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৭ চিকিৎসক, সিনিয়র স্টাফ ননার্স ও স্বাস্থ্যকর্মীসহ ১১ এবং সার্জারী ইউনিটে এক রোগীসহ ১৯ জন আক্রান্ত। এছাড়া জেলার মুক্তাগাছায়-১ জনসহ এ জেলায় মোট ২০ জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে এ বিভাগের জামালপুর জেলায় ৪ জন। এদের মধ্যে জেলার সরিষাবাড়ি উপজেলায় ২ ও বকশিগঞ্জ উপজেলায় ২ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন মমেক অধ্যক্ষ।

এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ১৮৬ জন করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগী সনাক্ত হয়।

সোনালীনিউজ/এমআর/এএস